কলাতিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
শিপন উদ্দিন, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের স্কুল কলেজের শিক্ষকদের হাতে করোনা ভাইরাস মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করেছেন ঢাকা জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল বারেক।
এ সময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষদের হাতে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে প্রতিনিয়ত মাক্স পড়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন করোনা ভাইরাস মোকাবেলায় অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিয়মিত মাক্স পরিধান করতে হবে।
এসময় তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা ও মাক্স বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সবাই মাস্ক ব্যবহার করব এবং দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ হাত থেকে রক্ষা করবো। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও মাক্স পড়ার জন্য বিশেষ অনুরোধ জানান তিনি ।