ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সাখাওয়াত হোসেন সুমন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় সিডস্টোর বাসস্ট্যান্ডে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই লোকটির মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত ব্যক্তির গাজীপুরের বাসিন্দা বলে জানা গেছে, তিনি স্বর্নালংকারের দোকানে কয়লা সাপ্লাই দিতো বলে জানা গেছে।
রাস্তার মাঝখানের ডিভাইডারে গাছের ডালপালা-ঝোপ বেড়ে যাওয়ায় অপর সাইডে আসা গাড়ি দেখা যায়না বলেই এমন দূর্ঘটনা হয় অভিযোগ স্থানীয়দের।
ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাখাওয়াত হোসেন সুমন: ভালুকা, ময়মনসিংহ।