বেশ্যা নারী
মোঃমজিবর রহমান।
নারী মমতাময়ী মা’প্রেমময়ী স্ত্রী স্নেহময়ী
কন্যা ও বোন।
নারীর কেন সমাজে হতে হয় বার বার ধর্ষণ?
দ্রৌপদীর পষ্ণ স্বামী।
পষ্ণপান্ডব পাঁচভাই ই তো স্বামী!
কেন দ্রৌপদীরে দোষ দিবে?
পাঁচ ভাইর দোষ নিতে হবে!
সতীদাহ?
কত নির্মম কথা!
যে সব পুরুষ এ সব করত!
তারা পুন্যে ধন্য ভাবতো!
বঙ্কিমচন্দ্রের নারী?
ছোঁয়ায় দৈহিক তৃপ্তি দেখতে পারি।
শরৎচন্দ্রের নারী?
দর্শন নৈতিকতায় এগিয়ে দেখতে পারি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ির নারী?
প্রতিভায় সমাজে ছাপ দেখতে পারি।
নজরুল ইসলামের নারী?
পৃথিবীর অর্ধেক কল্যাণকর দেখতে পারি।
আধুনিক নারী?
না না বিশ্লেষনে দেখতে পারি।
ছায়াছবির নায়িকা।
সমাজে পায় উচ্চ মর্যাদা।
পুরুষ প্রেমে ব্যর্থ নারী।
প্রতারনার শিকার নারী।
অন্নাভাবে বিপদে নারী।
বাধ্য হয়ে যদি হয় পতিতা।
দায়ী পুরুষ নয় কী পতিত!
নারী দেহ যে পুরুষ ভোগ করে।
ধরায় সে পুরুষ নারী নির্যাতন করে।
নারী হয় সমাজ চ্যুত।
পুরুষের চারিত্রিক হয় না চ্যুতি।
নারীর চরিত্রিক হয় কালিমা লেপন।
দায়ী পুরুষ ই করেছিল কালক্ষেপণ।
পৃথিবীতে সর্বোচ্চ গুরুত্বের রাজনীতি।
গুটি কয়েক পাতিনেতা নারী প্রবষ্ণনার রাখে নীতি।
সমাজের বুদ্ধিজীবি বেশ্যা!
টাকার বান্ডেল ছড়িয়ে সমাজে ফস্যা।
নারী যদি হয় রক্ষিতা।
দায়ী পুরুষ রক্ষিত!
রক্ষিত কেন পুরুষতান্ত্রিক সমাজে ঘৃন্য অর্থে ব্যবহৃত নয়?
শুধু পুরুষতান্ত্রিক সমাজে নারীর দোষ হয়!
কোন মেয়ে জন্ম হতে নয় বেশ্যা।
পুরুষের প্রয়োজন নৈতিকতার পরিবর্তন।
নারী সেবায় বাধ্য হয়ে ধরায় হয় পদার্পণ।
বিবর্তন হতে হবে এ সব দর্শন।
নারী জীবন যাপন করে মানবেতর।
সে সুযোগে নষ্ট করে নারী পুরুষ ইতর।
ধর্ম নিয়ে হানাহানি!
নারীর হয় সম্ভ্রমহানি!
দূর হোক আসুক চেতনা অসাম্প্রদায়িক।
যার যার ধর্ম সে সে পালন করবে সহাবস্থানে সুখে শান্তিতে রবে সাম্প্রদায়িক।
বেশ্যা বলতে কিছু ই নাই।
শুধু আমরা পুরুষরা বানাই।
আমরা সব পুরুষ ভালো হই!
নারী কোন বেশ্যা নই।