দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন
লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সর্বাজনীন দূর্গা মন্দির ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দইখাওয়া সর্বাজনীন মন্দিরের ভবনটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এ সময় ওই মন্দির কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ ধনঞ্জয় কুমার রায় বিপুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সিংহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গজেন্দ্র বর্মন, নওদাবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া প্রমুখ।