র্যাবের অভিযানে ৯০ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের ইয়াবার ডিপু খ্যাত উখিয়ায় রােহিঙ্গা শিবিরে র্যাব-১৫ কক্সবাজার ২৫ সেপ্টেম্বর (শনিবার) ভোর সাড়ে তিন টার দিকে অভিযান পরিচালনা করে ৯০ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার সহ ২ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতরা হলো ময়নার ঘোনা ১১ ক্যাম্পের ব্লক-৪ এর মোহাম্মদের ছেলে জামাল হোসেন আর অপরজন হলো মোঃ ইলিয়াসের ছেলে আবুল আলম।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন যে গােপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, পালংখালী ইউনিয়নের ময়নারঘােনা রােহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে বিপুল পরিমানে ইয়াবা বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ টিম ভোর সাড়ে তিন টার দিকে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারি পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯০ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।